top of page

জয় Perception মাইয়া কি জয় |||

  • Writer: nitishb
    nitishb
  • Jan 9, 2018
  • 2 min read

Updated: Jan 23, 2022

31st Jan 2016,

রবিবারের সন্ধ্যেবেলাটা বড়ই কষ্টের | কাজ নেই তো কি? প্রতিক্ষা আছে , কোনো ভালো জিনিসের নয়, কর্মমুখর আরো ৫ টা দিনের |


শুয়ে-বসে কাটাবো ভেবেছিলাম, সে গুড়ে বালি | ভোলা-দা এসেছিল বলে সোনার-বিয়ের নিমন্ত্রণ করতে দাদার সাথে ছুটতে হলো দিদির শ্বশুর বাড়ি | ব্যাস আরামের মুখে আগুন |

বাসে উঠলাম চিত্তরঞ্জন থেকে , রুট -৪৫ ; জানলা থেকে রাস্তায় শুকনো ধুলো উড়তে দেখে মনে মনে ছড়া কাটলাম –


"মানুষের ভিড়ে আমি , ঘিরে থাকি হয়ত বা , ঘিরে থাকে আমাকে নির্বাক শোরগোল ?

ঠিক যেন রাস্তায় সারি সারি ধুলো-বালি , ঢাকা দেয় কত শত গাড়ীদের কোলাহল |

ফাঁকি দিয়ে কাজ-বাজ, ভাবিনি কখনো আমি – হতবাকে চেয়ে রব মেঘলা ঐ আকাশে ,

বুকে নেই ব্যথা কোনো, চোখে নেই স্বপ্ন ; শুধু আজ ঘুম পায় , আবহাওয়া ফ্যাকাশে |

ভাবনার পাটোয়ারী, সততার ব্যভিচারী ? মুক সব চিন্তারা সায় দেয় আপোষে,

তাও নাকি লড়ে যাই, বাধা দি নিজেকে রোজ, কি লাভ বলি রে বল ?

‘উদাসীন-সাহসে’ | "


.. হঠাত লক্ষ্য করলাম , বয়স ৬০-৬২ র এক ভদ্রলোক বচসা বাধিয়েছেন বাস কন্ডাকটর এর সাথে | ঝগড়ার বিষয়-বস্তু জেনে চক্ষু-চরকগাছ |ভদ্রলোক পা-দানি ছেড়ে উঠবেন না , কারণ – "আমি ট্যাক্সি ধরব , রাস্তায় দাড়িয়ে থেকে পাচ্ছিলাম না তাই এগিয়ে যাচ্ছি , ফাকা ট্যাক্সি পেলেই নেমে যাব | "

কন্ডাকটর রেগে আগুন, আরে তাও স্বাভাবিক, ওখানে লোক দাড়ালে ও দাড়াবে কোথায়? আর লোক ই বা উঠবে কি করে?লোকটি মানবেন না সে কথা ; কন্ডাকটর বলে নেমে যাও, সে বলে কেন? "আমি টো টিকেট কেটেছি, তাও আবার ৮ টাকার, গড়িয়াহাট অবধি টো যেতেই পারি" ! কন্ডাকটর বলে পয়সা ফেরত নেও, নেমে পড় | এর পর যা ঘটল – আগে দেখেছি বলে মনে পড়ে না |

ভাবলাম হাতাহাতি হবে, গালাগালি শুনতে পাওয়া যাবে | তা কিছুই না, বয়স্ক লোকটি হো-হো করে হেঁসে উঠলেন, তা দেখে কি করবে বুঝতে না পেরে কন্ডাকটর মাথা চাপড়াতে লাগলো |


Perception বড়ই বিচিত্র বস্তু, এক আঁতেল টিভি-সিরিয়ালে শুনেছিলাম – জীবনে যা ঘটে আমরা কিছুই দেখি না, Perceive করি | এই ঘটনা বুঝিয়ে দিল তা কত বিচিত্র মজার ব্যাপার | গোটা বাসের যাত্রীসকল যখন আবেগ উৎকন্ঠা জর্জরিত এই দেখে / থুড়ি 'Perception এর বাচ্চা কে Perceive করে' যে কন্ডাকটর বয়স্ক ব্যক্তি কে অপমান করেছে ( তাই মনে মনে ভেবে নিল এর ফলস্বরূপ ও গালি শুনবে ), সে বয়স্ক ভদ্রলোকের Perception হলো — বেচারা ,সরল কন্ডাকটর কি করবে বুঝতে না পেরে কি এক যেন মজার কথা বলছে — টিকিট কাটার পর আবার কেউ টাকা ফেরত দেয় | ভাব কান্ড |


কি হলো ঠিক না ভুল , বিবাদ করে লাভ নেই , অযাচিত কুটুক্তির আদান প্রদানের জন্ম হলো না তাই আসল |

বল “জয় Perception মাইয়া কি জয় ||| “……………………………

Comentarios


আমার সম্পর্কে

পেশায় আমি সফ্টওয়্যার গুণমান বিশ্লেষক | তুলনামূলক ধর্ম,  সামাজিক ইতিহাস, ল্যান্ডস্কেপ ভ্রমণ এবং অরিগামিতে আমার অভিরুচি।

 

আরও পড়ুন

  • White Facebook Icon

© 2018-2022  নীতীশ ভট্টাচার্য

bottom of page