top of page

আমার সম্পর্কে

 

মাথায় আছে যে পোকা 
কিলবিল করে তারা 
আমায় বানিয়ে বোকা 
তারা খিলখিল স্বরে হাঁকে,

সামাজিক যত বাঁধা 
আর মানা না মানার ধাঁধা...
লুকানো যেন সে ঘূর্ণি মতো 
হঠাৎ বেবাক ডাকে;

ছন্নছাড়া এ জীবনে 
স্বপ্ন ও স্মৃতি গোলায়,
বিভ্রান্তিকে সম্বল করে 
আমি দৌড়াই এক ঝোঁকে |

স্বপ্ন ভাঙতে অনীহা আমার 
ঘুমাতেও বড় অরুচি, 
স্বাধীনতা খুঁজি অগোচরে 
তবু মানে তার জানা নাই

 

গন্তব্যতে পৌঁছাতে চাই,
কাজ-কাম সব শেষ হলে 
শুধু জিজ্ঞাসি, প্রভু আগ্রহে 
মিলবে কি মোর ঠাঁই ???

আমার সম্পর্কে

পেশায় আমি সফ্টওয়্যার গুণমান বিশ্লেষক | তুলনামূলক ধর্ম,  সামাজিক ইতিহাস, ল্যান্ডস্কেপ ভ্রমণ এবং অরিগামিতে আমার অভিরুচি।

 

আরও পড়ুন

  • White Facebook Icon

© 2018-2022  নীতীশ ভট্টাচার্য

bottom of page