ভানুমতির খেল... দেখতে চাও ?
- nitishb
- Jun 16, 2018
- 2 min read
Updated: Jan 23, 2022

আমার ভালোমানুষ মেজো জ্যাঠা, মারা যাবার কয়েকদিন আগে হঠাৎ নিজের বংশলতিকা নিয়ে চিন্তিত হয়ে পড়েন | কারণ আছে, পাঁচ ভাইয়ের মধ্যে তিনিই শেষ জীবিত ছিলেন | তাই তিনি না থাকলে তার পূর্বপুরুষের নাম, ইহলোক থেকে মুছে না যায়, তা ঠিক করা তার উচিত মনে হয়েছিল | যদিও এসকল আমার, একান্ত আমার ধারণা, তিনি বলে যাননি | তবে কেনো জানিনা , আমার মনে এ বিষয়ে কোনো সন্দেহ নেই | পুরানো এক ডায়েরীর শেষে দিকে লিখে গেছিলেন কয়েকটা লাইন - ভানুমতির খেল... দেখতে চাও ? টিকিট প্রতিজনে ১০০ টাকা | আর কয়েকসারি নাম , নিজের তিন পূর্বপুরুষ ( ও মহিলা) এবং সহোদরদের |
তবে 'ভানুমতির খেল' কেন? কোন খেলা দেখতে চেয়েছিলেন তিনি ? জানিনা সে প্রশ্নের উত্তর কি | বলে যাওয়া হয় নি তাঁর | মেজোমার এক ধারণা আছে, আমি ভেবেছি তাকেই ঠিক ধরবো | দীর্ঘ বাহান্ন বছরের সমগৃহি ছিলেন তাঁরা, মেজোমা যা বুঝেছেন ও লেখার - তাই ঠিক, ঠিক না হলেও ঠিক |
মেজোমা বলেন জেঠু খেলা দেখতে নয় দেখাতে এসেছিলেন, তা আবার এক নন |
ভানুমতি নাকি দুর্যোধনের স্ত্রীর নাম ছিল | আবার শুনেছি কৃষ্ণের নাতনির নাম ছিল তাই | তবে খেলা দেখানোর ভানুমতি আলাদা | জনৈকমতে, তিনি ধরা নগরীর ভোজরাজার কন্যা, জাদুকারিনী | তার রঙ্গমঞ্চের আসরকে বলা হতো ভানুমতির খেল |
সেরকমই এক খেলা, জীবনের রঙ্গমঞ্চে দেখতে এসেছিলেন তাঁরা | মা-বাবা, পাঁচ ভাই আর এক দিদি | আটজন অভিনেতা/অভিনেত্রী | জীবনের বিভিন্ন পর্বে তাদের অভিনয় প্রায় শেষ, সকলে চলে গেছেন, তিনিই শেষ, এরপরই যবনিকা পতন |
যাত্রা-পালার শেষে লক্ষ্য করবেন কৃতজ্ঞতা জ্ঞাপনের একটা অংশ থাকে | নির্দেশক সেখানে এসে সকল অংশগ্রাহক-দের নাম নেন | মেজো জ্যাঠার চিন্তা ছিল যে , এ নাটকে সে নাম কে নেবে ? নির্দেশক পরমেশ্বরতো আর সে দায়িত্ব তাঁর কাঁধে তুলে নিচ্ছেন না | তবে কি কেউ কদর পাবে না? তা কিভাবে হয় | ভূমিকায় নেমে পড়েছিলেন তিনি নিজেই, তার শেষ কর্তব্য পালন এই দিয়েই |
আমি একটি EMOTIONAL জন্তু, ভালোমন্দ হামেশাই বুঝি কম | জেঠুর কর্তব্যবোধ মনের মধ্যে কি চাড়া দিলো জানিনা | তবে আমিও ভাবলাম - আমার নাম কেউ মনে রাখবে তো? হয়তো রাখবে , তবে আমার উৎস ও ব্যাপ্তি বোঝার মাথাব্যথা আর কারো থাকবে যাবে কেন? তাও আবার যদি খুঁজে পাওয়া এতো কঠিন ঠেকে |
আমরা ঐতিহাসিক ব্যক্তিত্ব নই, সমাজের কোনো এক বিশেষ কল্যাণেও আসিনি | কিন্তু আমি আছি, আমার কিছু পূর্বপুরুষ ছিল, কিছু উত্তরপুরুষও আছে, আসবেও আরো হয়তো | নশ্বর জীবন শেষ হবে একদিন, তাবলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না ? কারো মনে নাই বা থাকে, জীবিত থাকাকালীন আমার মনে থাকবে, আমি না থাকলেও WORLD-WIDE-WEB-এ থাকবে, শুনেছি তার নাকি ব্যাপ্তি বিশাল | পুকুরের জল তুমি নাই বা চিনলে, সুমুদ্রে মিশে গেলেও - সে জল থাকে তো | কেউ নাই বা জানলো তার কথা, আমি বা আমরা শেষ তো হবো না ||
コメント